• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্বাসরুদ্ধকর প্রথম টেস্টে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৮, ১২:২৫

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো এবং জমজমাট হলেও কম যায় না অস্ট্রেলিয়া-ভারতের টেস্ট সিরিজও। অস্ট্রেলিয়া দল ভারতে আসলে স্পিন ফাঁদ ফেলে নাকানি-চুবানি খাওয়ায় দলটিকে, ঠিক তেমনি অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সি উইকেটে নাস্তানাবুদ হতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। সঙ্গে বোনাস হিসেবে থাকে দু’দলের কথার লড়াই।

ভারতের ৮৫ বছরের টেস্ট ইতিহাসে একবারের জন্যও অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজের ট্রফি নিয়ে যেতে পারেনি দলটি। তবে এবারের ভারতের অজি সফরটা ভিন্ন। স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার বিহীন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ক্যাঙ্গারুদের দেশ থেকে ট্রফি নিয়ে ফেরার সেরা সুযোগ বিরাট কোহলিদের সামনে।

অ্যাডিলেডে ৪ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অজিদের ৩১ রানে হারিয়ে সেই সুযোগ সম্ভাবনায় পরিণত করতে এক ধাপ এগিয়ে গেছে ভারত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচ শেষে কোহলির উল্লাসই বলে দেয় কতটা কাঙ্ক্ষিত ছিল জয়টি।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারার শতকে ২৫০ রান তুলে ভারত। জবাবে মাত্র ২৩৫ রান তুলতে সক্ষম হয় টিম পেইনের দল।