• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২১

নিউজিল্যান্ডে করোনা নেগেটিভ বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪
ছবি- বিসিবি

দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে জানুয়ারিতে। উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে, টেস্ট খেলেছে বাংলাদেশ। এবার বিদেশেও খেলতে গেছে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের অবস্থা এখন শ্যাডো বাই পার্ক হোটেলে। তবে গত দুইদিন হোটেল-কক্ষ থেকে বের হতে পারেননি কেউই করোনা পরীক্ষা শেষে ফলাফল হাতে পাবার আগে। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন ক্রিকেটার ও দলের সঙ্গে থাকা সবাই। এই খবরের পরই মুক্তি মিলেছে তামিম-সৌম্যদের।

আরও পড়ুন : যুক্তরাজ্যে ফিরতে শামীমাকে অনুমতি দেয়নি সুপ্রিমকোর্ট

শুক্রবার সকালে তামিম-সৌম্যরা বের হয়ে হেঁটেছেন হোটেলের বাইরে। এসময় সৌম্য সরকারকে দেখা যায় শরীরচর্চা করতেও।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক ভিডিও বার্তায় কোয়ারেন্টিনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তাসকিন আহমেদ।

‘আসলে এ রকম আইসোলেশনে একটি আলাদা অভিজ্ঞতা। আর আগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটান সুযোগ পেয়েছি। তারপর আবার রুমে চলে এসেছি। তা ভালো লাগছে.. (সবার সঙ্গে দেখা হওয়াতে)। টানা দুই দিন একদম বন্দি রুমে। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। তো আরও কিছু টেস্ট বাকি আছে। এরপর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারবো। তো সব মিলিয়ে আলাদা অনুভূতি। চাইবো যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক, ততোই ভালো।’

আরও পড়ুন : দিন-দুপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী

কোয়ারেন্টিনের সময়টা যেভাবে সেই বর্ণনা দিতে গিয়ে তাসকিন বলেন, ‘সময় কাটছে আসলে পরিবারের সঙ্গে কথা বলে (ফোনে), সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস আর সাইক্লিংয়ের জন্য দেওয়া হয়েছে। কিছু কর্মসূচি দেওয়া হয়েছে রুমে যে সব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সব মিলিয়ে এভাবেই সময় কেটে যাচ্ছে। কিছু শরীরচর্চা, সিনেমা, পরিবারকে সময় এভাবেই।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ে মার্কিন দূতাবাসে টাইগাররা
চট্টগ্রামে প্রথম দিনে ক্যাচ মিসের মাশুল গুনলো টাইগাররা
শোচনীয় হারের পর আরও এক দুঃসংবাদ পেলো টাইগাররা
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আমির
X
Fresh