smc
logo
  • ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১১ কার্তিক ১৪২৭

ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেয়া কিশোর আটক

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১২ অক্টোবর ২০২০, ১১:১৪ | আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৪:৪২
MS Dhoni’s daughteR RAPE
ধোনি ও তার একমাত্র সন্তান জিভা
মহেন্দ্র সিং ধোনি রান পাচ্ছেন না। তার দল চেন্নাই সুপার কিংস একের পর এক ম্যাচ হারছেন। তাই একমাত্র মেয়ে জিভাকে ধর্ষণ করার হুমকি দেয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদানকারী সেই কিশোরকে গুজরাটের মুনদ্রা থেকে আটক করেছে পুলিশ।

কুচ জেলার পুলিশ সুপার সৌরভ সিংহ হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ধোনির স্ত্রী সাক্ষীর ইনস্টাগ্রামে কমেন্টকারী কিশোরকে আটক করা হয়েছে। তার বয়স ১৬। নামনা কাপায় গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে সে।

পুলিশের দাবি, রাঁচি পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে তাকে আটক করা হয়। এরইমধ্যে নিজের দোষ ‘শিকার’ করে নিয়েছে সে।তাকে রাঁচি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি।   রাঁচিতে নিজেদের ফার্ম হাউসে রয়েছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা। ধর্ষণের হুমকি দেয়ার পর তাদের  নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ। 

পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি মোতায়েত করা হয়েছে সাদা পোশাকের পুলিশও। 

আরও পড়ুনঃ

ধোনিকন্যাকে ধর্ষণের হুমকি দেয়া কিশোর আটক
বেলজিয়ামের বিরুদ্ধে ইংলিশদের জয়
চ্যাম্পিয়নদের লড়াই গোল শূন্য ড্র
দিল্লিকে হটিয়ে শীর্ষ স্থানে মুম্বাই
কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ রানে হেরে যাওয়ায় পাঁচ বছর বয়সী জিভাকে ধর্ষণের হুমকি দেয়া হয়।

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়