• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাতেই সেঞ্চুরি তুলতে পারবেন তো রোনালদো?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১২
cristiano ronaldo, santos, uefa-nations-league/preview/preview-sweden-vs-portugal-prediction-team-news-lineups
মাঠে নেমে অনুশীলন সেড়েছেন রোনালদো

আর মাত্র একটি গোল বাকি। পর্তুগালের জার্সিতে গোলটি তুললেই শততম আন্তর্জাতিক গোলের মালিক হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে পর্তুগীজ মহাতারকা। যা মঙ্গলবার রাতেই সম্ভব!

উয়েফা নেশন্স লিগের ‘সি’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে সুইডেনের বিরুদ্ধে মাঠে নামবে সিআর সেভেন নেতৃত্বাধীন পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি লিভ।

বর্তমান চ্যাম্পিয়নরা গেল ম্যাচে নিজেদের সবচেয়ে সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নেমেছিল। গোড়ালিতে সংক্রমণের কারণে রোববার রাতে ক্রোশিয়ার বিরুদ্ধে নামতে পারেননি রোনালদো। ওই ম্যাচে অবশ্য ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েটদের বিপক্ষে নামার আগেই পর্তুগাল দলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছিল, খেলবেন না রোনালদো। যদিও কোচ সান্তোস সুইডেনের বিপক্ষে দলের প্রাণভোমরাকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন।

‘আমাদের অপেক্ষা করতে হবে অনুশীলনে কেমন সাড়া দেন তিনি। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে।’ সোমবার সংবাদ সম্মলনে তিনি এসব বলেন।

সান্তোস বলেন, ‘অনুশীলনের পর ভালো অনুভব করলেই খেলার বড় সম্ভাবনা রয়েছে। আর যদি না হয় তাহলে খেলবেন না তিনি।’

গেল বছরের নভেম্বরে লুক্সেমবার্গের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছিল পর্তুগাল। ২০২০ ইউরো কোয়ালিফাইয়ারের ওই ম্যাচে ক্যারিয়ারের ৯৯তম গোলটি করেছিলেন রোনালদো।

পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীর সামনে রয়েছেন ইরানের কিংবদন্তি আলি দাইয়ি। ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৪৯ ম্যাচে গোল করেছেন ১০৯ টি। আলি দাইয়িই একমাত্র ফুটবলার যিনি আন্তর্জাতিক অঙ্গনে একশ’র বেশি গোল তুলেছেন।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh