• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই মামলায় জামিন হলেই মুক্তি মিলবে খালেদার (ভিডিও)

মাইদুর রহমান রুবেল, আরটিভি

  ১৭ অক্টোবর ২০১৯, ১৩:১৭

৩৭টির মধ্যে ৩৫টি মামলায় জামিনে আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাকী দুই মামলার জামিন হলেই মুক্তি মেলার কথা। যদিও ২১ মাসের আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে খানিকটা হতাশ তার আইনজীবীরা।

তবু আইনি লড়াইয়ে-ই দলের প্রধানকে মুক্ত করার আশা আইনজীবীদের। দ্রুত মুক্তি না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা তার ব্যক্তিগত চিকিৎসকের। জানালেন মুক্তি পেলে তিনি দেশে-বিদেশে চিকিৎসা নিতে পারেন।

কারাগারে অসুস্থতা বাড়তে থাকায়, চলতি বছরের পহেলা এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়, বেগম খালেদা জিয়াকে। টানা ছয় মাসের বেশি সময় ধরে ভর্তি আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

দিন দিন খালেদা জিয়ার অসুস্থতা বাড়ছে এবং তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বলে বারবার দাবি কোরে আসছেন, বিএনপি নেতারা। যদিও, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সংগে একমত নয়।

সম্প্রতি, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা হাসপাতালে দেখা কোরে এসে, তার জীবন নিয়ে শঙ্কা জানান।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : গায়েব হয়ে গেছে কুড়িল উড়াল সড়কের অধিকাংশ বাতি (ভিডিও)
---------------------------------------------------------------------

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকের দাবি, তিনি ক্রমেই অচল হয়ে পড়ছেন। সুচিকিৎসা না পাওয়া মানে, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।

তার আইনজীবীর দাবি, একই ধরনের মামলায় অভিযুক্তরা জামিন পেলেও, রাষ্ট্রীয় প্রতিহিংসায় কারাবাস করছেন, খালেদা জিয়া।

মামলার জাল ছিঁড়ে বেরুতে না পারলে, তার ভবিষ্যত অনিশ্চিতো বলে মনে করেন, তার আইনজীবী ও চিকিৎসক।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ : নাছিম
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
X
Fresh