• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শুনানির প্রথম দিনে বৈধ প্রার্থী ৮০, বাতিল ৭৬

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আপিল শুনানির প্রথম দিনে ১৬০ প্রার্থীর আপিলের শুনানি করা হয়। এরমধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৮০ জন, প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে ৭৬ জনের এবং ৪ জনের আপিল শুনানি স্থগিত করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী বৈধ হয়েছেন ৩২ জন, বাতিল ২২ জন। জাতীয় পার্টির বৈধ হয়েছেন ৭ জন ও বাতিল ৪ জন।

সারাদেশে ৩ হাজার ৮৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে, যাচাই বাছাইয়ের পর ৭৮৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে ৫৪৩ জন নির্বাচন কমিশনে আপিল করেন। যার শুনানীর চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।

আরসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ভোটের হাওয়া এর পাঠক প্রিয়
X
Fresh