logo
  • ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৭

রোকেয়া হলের প্রভোস্টকে অবশ্যই পদত্যাগ করতে হবে: নুর

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৪ মার্চ ২০১৯, ১৫:০৯ | আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৫:২৪
রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এমনটা জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টায় রোকেয়া হলের অনশনরত ছাত্রীদের সমর্থনে সেখানে এসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ডাকসু ভিপি বলেন, রোকেয়া হলের নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে। সে কারণে অধ্যাপক ড. জিনাত হুদার প্রভোস্ট হিসেবে থাকার নৈতিক অধিকার নাই।

গতকাল বুধবার থেকে প্রভোস্টের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গভীর রাতে এসে তাদের হেনস্থা করেন, একইসঙ্গে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন বলেও হুমকি দিয়েছেন- বলে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • ডাকসু নির্বাচন ২০১৯ এর সর্বশেষ
  • ডাকসু নির্বাচন ২০১৯ এর পাঠক প্রিয়