• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

'সন্ত্রাসের দায়ে' মুক্তিযুদ্ধ মঞ্চকে নিষিদ্ধের দাবি ছাত্র ইউনিয়ন সভাপতির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৯, ২১:১৪
ছাত্র ইউনিয়ন
ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারী মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটিকে 'সন্ত্রাসী সংগঠন' দাবি করে তা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল। একইসঙ্গে মুক্তিযু্দ্ধ মঞ্চের নামে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে বাম ছাত্র সংগঠনগুলোর এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মেহেদী হাসান নোবেল বলেন, মুক্তিযুদ্ধ মুঞ্চ- মুক্তিযোদ্ধাদের কোনো সংগঠন নয়। এটা দিনে দিনে সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার বিচার করতে হবে। নইলে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন তিনি।

বামপন্থী এ ছাত্র নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের দায়িত্বছিল শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। কিন্তু ভিসি ও প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এই বিজয়ের মাসে ডাকসু ভবনে যে সন্ত্রাসী হামলা হয়েছে, শিক্ষার্থীরা এর বিচার করেই ছাড়বে।

আরো পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh