• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গর্ববোধ করা যায়: ইসি সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:২১

দেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। একইসঙ্গে রংপুর বিভাগে অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে গর্ববোধ করা যায় বলে উল্লেখ করেছেন তিনি।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেলালুদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশের ২২টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে দেশজুড়ে কিছু সহিংস ঘটনা ঘটেছে। এসব বিষয় নজরে এসেছে কমিশনের।
অভিযোগের প্রত্যেকটি ঘটনা তদন্ত করে নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশানার আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ইসি সচিব আরও বলেন, আজ সেই প্রত্যাশিত দিন। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশানারসহ ৬৬ জন রিটার্নিং অফিসার দায়িত্বপালন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করেছেন ৫৮২ জন। সেনাবাহিনীসহ ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে কাজ করেছেন।