• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশাল ব্যবধানে জয়ী পলক

নাটোর প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:০৪
ছবি-সংগৃহীত

বিশাল ব্যবধানে জয়ী পলক
নাটোর প্রতিনিধি

নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে ১১৮টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৮১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮ হাজার ৭৫০।

নৌকা ২ লাখ ২২ হাজার ১৩১ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

রোববার দিনভর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়।
ভোটের সহিংসতায় ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হন। ২৯৯টি আসনের ৪০ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়েছে ২২টি কেন্দ্রে।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। কেন্দ্রে গণনার ফলাফল প্রিজাইডিং কর্মকর্তারা পাঠান রিটার্নিং কর্মকর্তার কাছে। রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বিত করে আসনভিত্তিক সর্বশেষ ফলাফল ঘোষণা করছেন। ওই ফল তিনি ঢাকায় নির্বাচন কমিশনেও পাঠাচ্ছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল
X
Fresh