logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি: মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৪২ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৫০
শেষ মুহূর্তে হলেও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

bestelectronics
আজ বুধবার ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন আর কতটুকু সুষ্ঠু হবে। এ ব্যাপারে জনমনে আজকে অত্যন্ত বড় একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) বসবো এবং সেখানেই আমরা আমাদের সিদ্ধান্ত নেব।’

চলমান পরিস্থিতিতে ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা শেষ পর্যন্ত আছি, আমরা চেষ্টা করছি থাকার জন্য। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপর। আমরা নির্বাচন কমিশন ও সরকারকে আহ্বান জানাব, তারা তাদের ভয়াবহ যে কর্মকাণ্ড, তার থেকে বিরত থাকুক। নির্বাচনটাকে শেষ মুহূর্তে হলেও তারা নিরপেক্ষ করার চেষ্টা করুক।’

আরও পড়ুন : 

পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়