• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঐক্যফ্রন্ট থেকে কামালকে পদত্যাগ করতে বললেন কাদের

কুমিল্লা প্রতিনিধি

  ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:১১

ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে দাবি করে ড. কামাল হোসেনকে পদত্যাগ করার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

এসময় কাদের কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেন, সিইসির পদত্যাগ দাবি নতুন কিছু নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনি পদত্যাগ করুন।

ড. কামালের মুখের বিষ ফরমালিনের চেয়ে ভয়ংকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ড. কামাল পাকিস্তানি ভাষায় পুলিশকে গালি দেন ‘জানোয়ার’, সাংবাদিকদের বলেন ‘খামোশ’। ড. কামালের মুখের ভাষা পাকিস্তানি। তার শ্বশুরবাড়ি পাকিস্তান, তার মানসিকতা পাকিস্তানি। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে তার জায়গা নেই।

ওবায়দুল কাদের প্রশ্ন করেন, রাজনীতিতে নেতা থাকে, কিন্তু ঐক্যফ্রন্টের নেতা কে? ড. কামাল হোসেন? ড. কামাল হোসেনের মতো লোক আজ আজীবন দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের কথায় চলেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুল সোবহান ভুইয়া হাসান, পৌরসভার মেয়র মিজানুর রহমান।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
এমপি একরামুলের শাস্তি দাবি জেলা আ.লীগের
উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে না ইউপি চেয়ারম্যানদের 
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
X
Fresh