• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মনোনয়ন ফিরে পেতে দুই দিনে ইসিতে আপিল ৩১৮ প্রার্থীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেতে দুই দিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৩১৮ জন প্রার্থী। গতকাল প্রথম দিন ৮৪ জন ও আজ দ্বিতীয় দিনে ২৩৪ জন আপিল করেন।

দ্বিতীয় দিনে আপিলকারীদের মধ্যে রয়েছেন ঢাকায় ৬৮, চট্টগ্রামে ৫৬, খুলনায় ১৮, সিলেটে ১৫, বরিশালে ১২, রাজশাহীতে ২১, রংপুরে ২৮ ও ময়মনসিংহে ১৬ জন।

এক শতাংশ ভোটার না থাকা, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর রিটার্নি দাখিল না করা, ঋণখেলাপী হওয়া, দণ্ডপ্রাপ্ত হওয়াসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা যায়, রংপুরে ৯১টি, রাজশাহীতে ৯৬, খুলনায় ৯০, বরিশালে ৩৮, ময়মনসিংহে ৬২, ঢাকায় ১৯২টি, সিলেটে ৪৪টি এবং চট্টগ্রামে ১৭৩টি মনোনয়নপত্র বাতিল করে এই সংবিধানিক প্রতিষ্ঠান।

রংপুরে বৈধ মনোনয়নের সংখ্যা ২৬২টি, রাজশাহীতে ২৫৯টি, খুলনায় ২৬১টি, বরিশালে ১৪৫টি, ময়মনসিংহে ১৬৯টি, ঢাকায় ৫৩৯টি, সিলেটে ১৪০টি এবং চট্টগ্রামে ৫০৪টি।

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের করে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা। এরপর ৩ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র ফিরে পেতে আপিল শুরু করেন অবৈধ হওয়া প্রার্থীরা।

৫ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। এরপর ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করবে ইসি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের ভোট হবে।

আরও পড়ুন :

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনবাগে সাইফুল আলম দিপুসহ চেয়ারম্যান পদে ১০ জনের মনোনয়নপত্র দাখিল
দ্বিতীয় ধাপে ২০৫৫ জনের মনোনয়নপত্র দাখিল
অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম চালু করল নির্বাচন কমিশন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
X
Fresh