• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার মসজিদে মসজিদে ঈদের জামাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মে ২০২০, ১২:৩৯
এবার মসজিদে মসজিদে ঈদের জামাত

দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার ঈদুল ফিতরের জামাত ঈদগাহ ময়দান ও এলাকার বড় মাঠগুলোতে হচ্ছে না। ইসলামি ফাউন্ডেশন জানায়, মাস্ক পরে, বাসা ওজু করে, সামাজিক দূরত্ব মেনে, মসজিদের মেঝে জীবাণুমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে এবং প্রয়োজনে ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করে এবার নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। এমনকি মুসল্লির অনুপাতে মসজিদগুলোতে কয়েক ধাপে জামাতের আয়োজন করার নির্দেশনাও দিয়েছে ইসলামি ফাউন্ডেশন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এবারের ঈদ জামাত আয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিকতা নেই।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

এসএস