itel
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৮ জন, আক্রান্ত ৪০১৯ জন, সুস্থ হয়েছেন ৪৩৩৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ফার্নিচারের যত্ন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ | আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১০:৩১
ফার্নিচার মানুষের রুচির পরিচয় বহন করে। এজন্য অনেকে খুব দামি ফার্নিচার কিনে থাকেন। তবে শুধু এগুলো কিনে রাখলেই হবে না, ঠিকমতো যত্নও নিতে হবে। তবেই দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দেখে নিন কিভাবে ফার্নিচারের যত্ন নেবেন-

ঘরের যে অংশটিতে বেশি রোদ পড়ে সেখানে কখনও কাঠের আসবাব রাখবেন না। বছরে অন্তত একবার ফার্নিচার পলিশ করুন। ডাইনিং টেবিলে কখনোই গরম জিনিস রাখবেন না। টেবিল ক্লথ ব্যবহার করুন।

নিয়মিত শুকনো ও নরম কাপড় দিয়ে কাঠের আসবাব পরিস্কার করুন। ভালো করে খেয়াল রাখুন, আসবাবের খাঁজে ধুলো যেন জমে না থাকে। এক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে ভেজা কাপড় দিয়ে মুছবেন না। এতে আসবাবের ওপর দাগ পড়তে পারে ।

আসবাবের পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে নিমের তেল স্প্রে করতে পারেন। মাঝে মাঝে আসবাবের ডেকোরেশন পরিবর্তন করুন। কাঠের আসবাব এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় খেয়াল রাখুন ফার্নিচারের জয়েন্ট পয়েন্টগুলো ঠিক আছে কি না।

দামি ফার্নিচার দ্রুত নষ্ট হওয়া মানে অনেক অর্থ অপচয়। এজন্য নিয়মিত যত্ন নিতে হবে। তাহলেই আপনার শখের আসবাবটি অনেকদিন টিকবে।

আরও পড়ুন :

ডি/এসএস

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৫৩২৭৭ ৬৬৪৪২ ১৯২৬
বিশ্ব ১০৬০২০৭৬ ৫৮১৩১৮২ ৫১৪৩২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • লাইফস্টাইল এর সর্বশেষ
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়