DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

ব্রেস্ট ক্যানসার হতে পারে পুরুষদেরও

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ নভেম্বর ২০১৮, ১৯:৫৯ | আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ২০:১২
ব্রেস্ট বা স্তন ক্যানসার শুধু নারীদের হয় বলেই মনে করেন অনেকে। এটা আসলে ভুল ধারণা। এ ধরনের ক্যানসার পুরুষদেরও হতে পারে। সম্প্রতি বিবিসির প্রতিবেদনে আফ্রিকার এক পুরুষের বর্ণনা তুলে ধরা হয়েছে। ওই ব্যক্তিও জানতেন না পুরুষদের ব্রেস্ট ক্যানসার হতে পারে।

আফ্রিকায় ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ওই ব্যক্তির নাম মোসেস মুসুঙ্গা। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি মূলত কেনিয়ার নাগরিক। ২০১৩ সালে তার যখন স্টেজ-থ্রি ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে, তখন তিনি স্তম্ভিত হন।

এ সম্পর্কে মুসুঙ্গা বলেন, আমি রোগের কথা শুনে বিস্মিত হই। এটা সাধারণত পুরুষদের হয় না। লাখ লাখ পুরুষের মধ্যে এই রোগটা কেবল আমারই হলো।

শুরুতে মুসুঙ্গার ডান পাশের বুকে একটি ছোট আকৃতির টিউমারের মতো হয়। সময় যাওয়ার সাথে সাথে এটা বড় হতে থাকে। এরপর থেকে মাঝে মাঝে তার বুকে ব্যথা হতো।

শুরুতে বুকে ব্যথার কারণে ডাক্তাররা তাকে ব্যথানাশক ওষুধ দেন। এদিকে অন্য পুরুষদের তুলনায় বুক কিছুটা ফুলে গেলেও খুব বেশি উদ্বিগ্ন হননি। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর তার স্তন ক্যানসার ধরা পড়ে। বর্তমানে মুসুঙ্গার চিকিৎসা চলছে।

পুরুষদের ব্রেস্ট ক্যানসার সম্পর্কে কেনিয়ার আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক সিটনা মুয়ানজি জানান, তিনি প্রতি ১০০ জন ব্রেস্ট ক্যানসার রোগীর মধ্যে ১ জন পুরুষ রোগী পেয়ে থাকেন। এই রোগ পুরুষদের কম হলেও তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন :

ডি/পি

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়