• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনে কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৯, ১৭:১২
চীন, গ্যাস বিস্ফোরণ
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া

চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের একটি কয়লার খনিতে মঙ্গলবার গ্যাস বিস্ফোরণে ১৫ জন নিহত এবং নয় জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর দেশটির সংবাদ সংস্থা সিনহুয়া।

শাংসি অ্যাডমিনিস্ট্রেশন অব কোল মাইন সেফটির মতে, তদন্তে দেখা গেছে সোমবার দুপুর একটা ৫০ মিনিটে বিস্ফোরণের সময় পিঙ্গিয়াও কাউন্টির এই কয়লার খনিতে ৩৫ খনিশ্রমিক কাজ করছিল।

শাংসি অ্যাডমিনিস্ট্রেশন অব কোল মাইন সেফটির দুর্ঘটনা তদন্ত বিভাগের পরিচালক শেন সুপিং মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে এই বিস্ফোরণের বিষয়ে কথা বলেন।

তিনি জানান, খনিটিতে সচেতনতা বিষয়ক আইন ও বিধি লঙ্ঘিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পিঙ্গিয়াও কাউন্টির হেলথ ব্যুরোর পরিচালক ওয়াং গুইমেই, আহত নয়জন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় মানসিক আঘাত পেয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

স্থানীয় কর্তৃপক্ষ এই বিস্ফোরণের পর ঘটনাস্থলে ১৫টি ওয়ার্ক টিম পাঠিয়েছে এবং নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে।

আরো পড়ুন

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh