আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
১৯ নভেম্বর ২০১৯, ১৭:০৫
আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৭:৫২
আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৭:৫২
এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গেলেন নওয়াজ শরিফ

ফাইল ছবি
আরো পড়ুন: চীনে কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৫
--------------------------------------------------------------- এদিকে নওয়াজকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে হাইকোর্ট জানিয়েছে, নওয়াজ ও তার ভাই শাহবাজকে এই সফরের বিষয়ে লিখিত দিতে হবে। আর সেটি আদালতের কাছেই থাকবে। কিন্তু এটি অমান্য করলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে দুজনকে। অন্যদিকে আদালতের নির্দেশনা প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, রায় নিয়ে কিছু বলার নেই। রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নওয়াজ শরিফের স্বাস্থ্য। উল্লেখ্য, রক্তের এক বিরল অসুখে ভুগছেন নওয়াজ শরিফ। প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে নেমে যাচ্ছে তার। স্টেরয়েড দিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন লাহোরের সার্ভিসেস হাসপাতালের ডাক্তাররা। স্টেরয়েড বন্ধ করলেই, প্লেটলেট কাউন্ট কমছে। দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করেও সুস্থ করে তুলতে ব্যর্থ হন ডাক্তাররা। পরে তারা নওয়াজকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ