• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নববর্ষে ‘বোমা’ টুইটের জন্য দুঃখিত মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৯, ১০:৩১

নতুন বছর উদযাপনে বেফাঁস এক টুইট করে বেগতিক অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড।পরে অনলাইনে জোর সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তারা। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার যখন নতুন বছর বরণ করার জন্য পুরোদমে প্রস্তুত, ঠিক তখনই টুইটে পরমাণু বোমা ফেলার হুমকি দেয় দেশটির পরমাণু অস্ত্রের দায়িত্বে থাকা এই কমান্ড। কমান্ডের এক টুইট বার্তায় বলা হয়, তারা নিউ ইয়র্ক টাইমস স্কয়ারের বলের চেয়ে ‘বড়, আরও অনেক বড় কিছু ফেলার জন্য’ প্রস্তুত রয়েছে।

ওই টুইটের সঙ্গে একটি বি-২ বোমারু বিমানের ভিডিও জুড়ে দেয় তারা, যেখানে দেখা যাচ্ছে ওই বিমানটি বোমা ফেলছে।

পরে স্ট্যাটেজিক কমান্ড ওই টুইট মুছে ফেলে এবং আরেক টুইট বার্তায় ক্ষমা চেয়ে লিখে, এটা ‘বাজে রুচি’ ছিল।

কিন্তু স্ট্যাটেজিক কমান্ডের ওই বোমা ফেলার ‍টুইট তখন রীতিমতো অনলাইনে ঝড় তোলে।

মার্কিন সরকারের নৈতিকতা বিভাগের সাবেক প্রধান ওয়াল্টার এম শব জুনিয়র এক টুইট বার্তায় লিখেন, কী ধরনের উন্মাদরা আমাদের দেশ চালাচ্ছে?

‘নিউক্লিয়ার নাইটমেয়ারস, সিকিউরিং দ্য ওয়ার্ল্ড বিফোর ইট ইজ টু লেট’ বইয়ের লেখক জো সিরিনসিয়োন বলেন, প্রথমে আমি বিশ্বাস করিনি যে এটা সত্যি হতে পারে। কিন্তু এটা বাস্তব। এটি আমাদের স্ট্র্যাটেজিক কমান্ডের অসুস্থ, দাম্ভিক জোক। অমযার্দাকর।

উল্লেখ্য, নতুন বছর শুরু হওয়ার ঠিক এক মিনিট আগে টাইমস স্কয়ার থেকে উজ্জ্বল আলোকিত বল ফেলা হয়। ১৯০৭ সালে এই ঐতিহ্য শুরু হয়।

আরো পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলসে নানান আয়োজনে নববর্ষ উদযাপন
‌‘এবার ঈদ ও নববর্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি’
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে আজ
X
Fresh