• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অপমান সইতে না পেরে এরদোয়ানের দেহরক্ষীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ মার্চ ২০২১, ০৮:৫৬
Erdogan bodyguard commits suicide, cites insults and threats in note
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান

অপমান এবং চাকরি হারানোর ভয়ের বোঝা আর টানতে পারছিলেন না। তাই শেষ পর্যন্ত আত্মহত্যারই পথ বেছে নিলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের সুরক্ষা ইউনিটের ওই দেহরক্ষীর আত্মহত্যার ঘটনায় তোলপাড় পড়ে গেছে।

স্থানীয় কুমহুরিয়েত পত্রিকা জানিয়েছে, ওই দেহরক্ষীর নাম মেহমেত আলি বুলুত। তার দেহের পাশ থেকে একটি চিঠি পাওয়ার পর এটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে মেহমেত কাজে না আসলে তার সহকর্মীরা তাকে ফোন দেয়। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পায় তারা।

আরও পড়ুনঃ আজানের কারণে ঘুমাতে পারছেন না বলে অভিযোগ জানালেন উপাচার্য

মেহমেতের ওই চিঠিটি আহভাল পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সেখানে মেহমেত অভিযোগ করেন, আপনি যদি আপনার কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং জিজ্ঞাসা করতেন তারা কেমন আছে তাহলে খুশি হতাম। কিন্তু আপনি আপনার কর্মীদের অপমান করেন, হুমকি দেন, চাকরিচ্যুত, লজ্জিত এবং মিথ্যাবাদী প্রমাণিত করেন।

মেহমেত আরও লিখেন, প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে। আমি এমন ভাষা হজম করতে পারিনি। মেহমেতকে নিয়ে এ বছর এরদোয়ানের তিনজন দেহরক্ষী আত্মহত্যা করলেন। আগে আত্মহত্যা করা দুজন হচ্ছেন হালিল আক্কাইয়া এবং এথেম দাগদেভিরেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
X
Fresh