logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

ভাইরাল ভিডিও নিয়ে বললেন মেহজাবিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ অক্টোবর ২০১৯, ১৭:০২ | আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৭:১৭
মেহজাবিন চৌধুরী,
ছবি সংগৃহীত
ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের ঢাকার শপিং মলের একটি ভিডিও ভাইরাল হয়। 

ভিডিওতে তাদেরকে পাশাপাশি হাত ধরে হাঁটতে দেখা যায়। এমনিতেই মেহজাবিন-আদনানের প্রেম নিয়ে শোবিজে গুঞ্জন আছে। আর এই ভিডিও দেখার পর অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টায় ছিলেন। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দিলেন মেহজাবিন। 

হাত ধরার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে মেহ্জাবিন বলেন, আমি ভিডিওটি দেখেছি। ভক্তদের কেউ সেখান থেকে ভিডিওটি করে হয়তো ইউটিউবে আপলোড করেছে। জানেন বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চেষ্টা করি। পেছনে যাতে না পড়ে যাই, তাই হাত ধরে হাঁটি।

দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে জানতে চাইলে মেহ্জাবিন বলেন, যেদিন আমার বিয়ে হবে সবাইকে জানিয়েই করব। তার আগে এটা নিয়ে কোনও কথা বলব না। ভিডিওতে তো সবই আছে। আমি একজন মানুষের হাত ধরেছি। আশপাশে অনেক মানুষ, তাই হাত ধরেছি।

টেলিভিশন মিডিয়ার হালের সবচেয়ে চাহিদাসম্পন্ন তারকা মেহজাবিন। নিয়মিত চলচ্চিত্রেও কাজের অফার আসছে তার কাছে। মনের মতো চরিত্র পেলেই তিনি সিনেমায় কাজ করবেন বলে জানান।  
আরও পড়ুন 

এম 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়