logo
  • ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২০, ২৬ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৪ জন, আক্রান্ত ২৪৮৭ জন, সুস্থ হয়েছেন ১৭৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

হঠাৎ নাগমা-প্রভুদেবার ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৫ অক্টোবর ২০১৯, ১৩:০০ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৩:২৪
নাগমা, প্রভুদেবা,
ছবি সংগৃহীত
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাগমা। তাকে মারাঠি, তেলুগু, তামিল, মালায়লম সিনেমাতেও দেখা গেছে। এছাড়া ভোজপুরি সিনেমাতেও অভিনয় করেছেন নাগমা। হঠাৎ এই অভিনেত্রী একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে।

ওই ভিডিও একটি সিনেমার দৃশ্যের যেখানে নাগমা এবং প্রভুদেবা অভিনয় করেছেন। নাগমা এবং প্রভুদেবার সিনেমার যে ক্লিপিংসটি ভাইরাল হয়, সেখানে তাদের কয়েক মুহূর্তের ঘনিষ্ঠ দৃশ্যও দেখা যাচ্ছে তাদের।

৫৯ সেকেন্ডের ভিডিওতে ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন তারা। এছাড়া ভিডিওতে আরও অশ্লীলভাবে দেখানো হয় নাগমাকে। 'টি-সিরিজ নাইন' ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।

১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম নাগমার। 'বাগি-আ রেবেল ফর লাভ' নামে একটি সিনেমা দিয়ে বলিউডে প্রথম পা রাখেন অভিনেত্রী।

নব্বইয়ের দশকে সালমান খানের সঙ্গেও তাকে বেশ কয়েকবার অভিনয় করতে দেখা যায়। 'সুহাগ', 'চল মেরে ভাই', 'ইয়ালগার'-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন নাগমা। পরবর্তীতে অভিনয় ছেড়ে রাজনীতির ময়দানে কংগ্রেসে যোগ দেন।

আরও পড়ুন 

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৭৬০০ ১৪৮৩৭০ ৩৩৯৯
বিশ্ব ১৯৮১৭৫৭৪ ১২৭২৯৮৯৬ ৭২৯৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়