logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৫ নভেম্বর ২০২০, ১৭:৪৭
আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৮:১২

পর্ন ভিডিওর অভিযোগে পুনম পান্ডে আটক

Poonam Pandey,
পুনম পান্ডে আটক।
ভারতের গোয়ায় সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিও শুটের অভিযোগে পুনম পান্ডেকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে আটক করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি গোয়ার চাপোলি সৈকতে দাঁড়িয়ে পর্ন ভিডিও শুট করেন পুনম।  এমন অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় গোয়া ফরওয়ার্ড পার্টির পক্ষ থেকে।  এদিকে এফআইআর দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই  পুনমকে আটক করা হয়।

জানা গেছে, ওই এলাকাটি শিল্প, সংস্কৃতির জন্য বিখ্যাত। কিন্তু ওই চাপোলিতে এলাকাতেই দাঁড়িয়ে  অশ্লীল ভিডিও শুট করেন পুনাম। এতে করে গোয়ার মহিলাদের সম্মানে আঘাত লেগেছে। এমন অভিযোগেই পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিয়ের পর শ্যাম বম্বের সঙ্গে গোয়ায় পাড়ি দেন পুনম। সেখানে গিয়ে শ্যাম তার উপর শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ করেন পুনম। তবে পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেন পুনম।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া, জি-নিউজ। 

আরও পড়ুন: 
অপুকে নিয়ে উড়াল দিলেন নিরব
তাপসীর হালচাল

এম

RTVPLUS