logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৫ নভেম্বর ২০২০, ১৬:৩২
আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:৪১

অপুকে নিয়ে উড়াল দিলেন নিরব

Niraab, Apu Biswas,
ছবিতে নিরব-অপু।
চিত্রনায়ক নিরব ও অপু বিশ্বাস একটি চলচ্চিত্রে জুটি বেঁধেছেন পুরোনো খবর। নতুন খবর হলো এই সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ছবির শুটিংয়ের জন্য আজ ঢাকা ছেড়েছেন নিরব-অপু। বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন নিরব নিজেই।

আগামীকাল শুক্রবার থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে ছবির শুটিং-এ অংশ নেবেন তারা। আগামী ২২ নভেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে বলে জানান পরিচালক বন্ধন বিশ্বাস।

আজ দুপুরের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন নিরব-অপু। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ ছবিটি। অনুপ বড়ুয়ার প্রযোজনায় ‘ছায়াবৃক্ষ’ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি।

অপু-নিরব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’মুক্তি পায় ২০০৯ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন শাহীন সুমন। ‘ছায়াবৃক্ষ’এই দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটির মাধ্যমে ১১ বছর পর জুটি বাঁধলেন নিরব-অপু।

আরও পড়ুন: 
ট্রাম্প-বাইডেনের নির্বাচন নিয়ে উত্তেজিত সানি লিওন

এম

RTVPLUS