• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘মেয়েদেরকে শালীনতার কথাই বলতে চেয়েছি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৯:০৯
Ananta Jalil,

সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদ। ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড হোক এমনই দাবি কমবেশি সকলের। শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিবাদে শামিল হয়েছেন। অন্যদিকে চিত্রনায়ক অনন্ত জলিল গতকাল ফেসবুকে একটি ভিডিও বার্তায় ধর্ষকদের সমালোচনা করার পাশাপাশি নারীদের পোশাকেও দায়ী করেন। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিনোদন জগতের কেউ কেউ তাকে বয়কট করেছেন।

তবে চিত্রনায়ক অনন্ত জলিল গতকাল ফেসবুকে একটি ভিডিও বার্তায় ধর্ষকদের সমালোচনা করার পাশাপাশি নারীদের পোশাকেও দায়ী করেন।

বিতর্কের মুখে পড়ে আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বার্তাটি মুছে নতুন একটি পোস্ট দিয়েছেন তিনি।

নতুন পোস্টে অনন্ত জলিল বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার মতো ঘৃণ্য অপরাধ বেড়েই চলেছে। এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধীর দ্রুততম সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিকল্প কিছু নেই। পরিবারের দায়িত্ব নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা।

আরও পড়ুনঃ

আমাকে চাপ দেবেন না, পুলিশকে নায়লা নাঈম

মৌসুমীর ‘দেবর আমার কত আপন’

ধর্ষণ ইস্যু: অনন্ত জলিলকে বয়কট করলেন শাওন

গতকালকের ভিডিওতে আমি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার জন্য বলতে চেয়েছি। অনেকেই বিষয়টিকে পজিটিভভাবে নিয়েছেন আবার অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন, আমি কোন বিতর্কে জড়াতে চাই না। তাই আমি উক্ত বিষয়টি কারেকশন করে দিলাম। কেউ ভুল বুঝে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ মাস পর জামিনে মুক্তি পেলেন দানি আলভেজ
সাঁথিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ যুবক
আবারও আফগানিস্তান সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার
আর্জেন্টিনায় নারী সাংবাদিককে ধর্ষণের অভিযোগে চার ফুটবলার আটক
X
Fresh