logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

গাজীপুরে রেলপথ আর সেতুর বেহাল দশা (ভিডিও)

গাজীপুরে রেলপথ আর সেতুর বেহাল দশায় মারাত্মক ঝুঁকিতে রেলযাত্রীরা। বেশ কয়েকটি সেতুতে লোহার বদলে বাঁশ, আর নাট-বল্টুর স্থানে জায়গা হয়েছে কাঠের। পাটাতন আর স্লিপারের অবস্থাও নাজুক। সব জেনেও অনেকটা কুম্ভকর্ণের ঘুমে কর্তৃপক্ষ।

পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের অন্যতম সংযোগস্থল গাজীপুর। দেশের রেলপথের গুরুত্বপূর্ণ এ অংশে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী। শতবর্ষের পুরনো কয়েকটি রেল-সেতুতে লোহার বদলে বাঁশ, আর নাট-বল্টুর বদলে লাগানো হয়েছে কাঠের পেরেক। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ ও গুলাঘাট রেলসেতু।

ঝুঁকির কথা স্বীকার করেন গাজীপুর জয়দেবপুর রেল জংশন স্টেশন মাস্টার মো.শাহ্জাহান। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়ে জানানো হয়েছে। 

বড় কোন দুর্ঘটনা ঘটার আগে রেলপথ ও সেতু মেরামতে কার্যকর উদ্যোগ চান এ পথে যাতায়াতকারীরা।

জিএ

RTV Drama
RTVPLUS