spark
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ৩০৯৯ জন, সুস্থ হয়েছেন ৪৭০৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ফরিদপুরে বিয়ের আসর থেকে পালালো বর

ফরিদপুর প্রতিনিধি
|  ২৭ আগস্ট ২০১৯, ০৯:৩৩ | আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৩৪
বিয়ে,
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিয়ের আসর থেকে বর পালিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল সোমবার বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের মৃত শাহাদৎ মল্লিকের মেয়ে ও স্থানীয় একটি কওমি মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষও চলে এসেছিল। খবর পেয়ে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন ভ্রাম্যমাণ আদালত নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন।

নির্বাহী হাকিম শাকিলা বিনতে মতিন বলেন, কনে পক্ষ একটি জন্মনিবন্ধন সনদ দেখিয়েছিল, যা অনলাইনে সার্চ দিয়ে পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায় ওই সনদপত্রটা ভূয়া। এর বাইরে মেয়ের অন্য কোনও সনদপত্র পাওয়া যায়নি। মেয়ের মা নিজেও স্বীকার করেছেন যে, তার মেয়ের বয়স ১৮ বছর হয়নি।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে যাত্রীসহ পালিয়ে যান বর। কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন 

জেবি/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮৬৮৯৪ ৯৮৩১৭ ২৩৯১
বিশ্ব ১২৮৫৯০৩০ ৭৪৯৩৭৭৪ ৫৬৭৯৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়