• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ (ভিডিও)

বরগুনা (পাথরঘাটা) প্রতিনিধি

  ৩০ জুলাই ২০১৯, ১০:৫৮

টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে আবারও পুরোদমে গভীর সাগরে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। ধরাও পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। সাগরে ইলিশ পেয়ে নিষেধাজ্ঞার ৬৫ দিনের দুঃখ-দুর্দশা যেন ধুইয়ে মুছে গেছে জেলেদের। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরের বুকে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

নদী কিংবা সাগরে মাছ ধরে সবাই হাজির হন পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে প্রায় এক হাজার মাছ ধরার ট্রলার আছে জেলেদের। যার মাধ্যমে তাদের প্রতিদিনের রুটি-রুজির ব্যবস্থা হয়। সরকারের ৬৫ দিন নিষেধাজ্ঞার সময় কষ্টে দিন কাটলেও ২৩ জুলাই থেকে মাছ ধরতে পেরে মুখে হাসি ফিরেছে জেলেদের। তবে তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে এদেশের মাছ শিকার করে নিয়ে যায়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পাথরঘাটার মার্কেটিং কর্মকর্তা আহম্মদ উল্লাহ বলেন, গেল তিনদিনে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ৪২ মেট্রিকটন ইলিশ বিক্রি হয়েছে। এতে প্রতিদিন দুই লাখ দুই হাজার টাকা রাজস্ব আদায় হয়।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তির পর ফেসবুকে যে বার্তা দিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
সাগরে ভাসতে থাকা ২৭ জেলেকে উদ্ধার করে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
X
Fresh