• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১৯ রোগী হাসপাতালে ভর্তি (ভিডিও)

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ৩০ জুলাই ২০১৯, ১১:০৮

সিরাজগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে গেল কয়দিনে ১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রেফার্ড করা হয়েছে। পাঁচজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও ১১ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এসব রোগীদের মধ্যে প্রায় সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রমেশ চন্দ্র সাহা আরটিভি অনলাইনকে বলেন, এখানে যে সকল ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন তাদের নিবিড় চিকিৎসা চলছে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকার কারণে সাধারণ রোগীদের সঙ্গেই তাদের রাখা হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে এনএস-ওয়ান এবং হেমাটোলজি পরীক্ষারও সুযোগ নেই।তাই কিট দিয়েই ডেঙ্গুর প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, ওষুধের তীব্র সংকট
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
X
Fresh