DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

নৌকার লিফলেট বিতরণকালে হামলায় প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট
|  ২৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৩
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে নৌকার লিফলেট বিতরণের সময় বিএনপি সমর্থকদের হামলায় এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কয়সর। তিনি ওই ইউনিয়নের নলখত গ্রামের মাহবুব আলীর ছেলে।

নিহতের পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার লিফলেট বিতরণ করতে একই গ্রামের কয়সর, তরিক উল্লাহদের বাড়িতে যান। এই বাড়ির লোকজন বিএনপি সমর্থক। সেখানে বাড়ির লোকজনের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কয়সারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে  ওই বাড়ির লোকজন কয়সারের ওপর হামলা করলে তার মৃত্যু হয়।

তবে গ্রামের অপর একটি পক্ষ জানিয়েছে, কয়েকদিন আগে গ্রামে একটি গরু হারানোকে কেন্দ্র করে কয়সরের সঙ্গে বারিক উল্লাহ, তরিক উল্লাহদের বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে গুরুতর আহত হয়ে মারা যান কয়সর।

এ ব্যাপারে সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ হারুনুর রশীদ জানান, নিহতের পরিবারের দাবি নৌকার লিফলেট বিতরণ করতে গিয়ে হামলায় কয়সরের মৃত্যু হয়েছে। আবার গ্রামের অন্য একটি পক্ষ বলছে গরু হারানো নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন :

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়