• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধানের শীষের প্রার্থীর বাড়ি থেকে পেট্রলবোমা উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

  ২৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯

বাগেরহাটে ধানের শীষের দুই প্রার্থীর বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় এক প্রার্থীর বাসা থেকে তিন রাউন্ড গুলিসহ একটি সাটারগান, ছয়টি পেট্রলবোমা ও নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় এই পৃথক অভিযান চালানো হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আব্দুল আলীমের মোরেলগঞ্জ শহরের এসএম কলেজ রোডের বাসা সাড়ে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর জামায়াত-বিএনপির ৯৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় ওই বাসা থেকে তিন রাউন্ড গুলিসহ একটি সাটারগান, ছয়টি পেট্রলবোমা ও নয়টি ককটেল উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেছে।

অপরদিকে বাগেরহাট-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল ওয়াদুদের গৌরম্বা গ্রামের বাড়িতে সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির আট নেতাকমীকে আটক করেছে পুলিশ।

পুলিশের আটক অভিযানের আগে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় প্রার্থী ওয়াদুদ ও তার ভাই আব্দুল কাদেরসহ ২৫ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় মঙ্গলবার রাত আটটায় এক সংবাদ সম্মেলনে জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির এসব নেতাকর্মীদের আটক করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
ঈদের দিনে হামলায় হামাস প্রধানের ৩ ছেলে নিহত
দলে ফিরতে যা করতে হবে সৌম্যকে
লাইলাতুল কদর অনুসন্ধানের শেষ দশক শুরু
X
Fresh