logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

Accused Nayan Islam
অভিযুক্ত নয়ন ইসলাম
ঝিনাইদহের শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নয়ন ইসলাম (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। 

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শৈলকুপায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

শিশুটির মা বেলি খাতুন জানান, শনিবার সন্ধ্যায় বিস্কিটের লোভ দেখিয়ে লম্পট নয়ন শিশুটিকে তার রুমে ডেকে নেয়। শিশুটির চিৎকারে তার মা ছুটে গিয়ে বাজে অবস্থায় লম্পটকে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় লম্পট ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুনঃ

ফেসবুকে প্রেম, অতঃপর বিয়ের প্রলোভনে টানা ৭ দিন ধর্ষণ!

নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে সরকার: কাদের


জিএ/এম  

RTVPLUS