• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩
Kurigram installation is illegal
কুড়িগ্রামে রেললাইনের পাশ থেকে উচ্ছেদ করা হলো অবৈধ স্থাপনা

কুড়িগ্রাম থেকে চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন পর্যন্ত রেললাইনের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট।

আজ বুধবার দিনব্যাপী কুড়িগ্রাম থেকে চিলমারী পর্যন্ত ত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে এ অভিযান চলে।

এ সময় উভয়দিকের অবৈধভাবে গড়ে তোলা ঘরবাড়িসহ নানা স্থাপনা ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে রেললাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেল বিভাগের লালমনিরহাট বিভাগীয় স্টেট অফিসার পূর্ণেন্দু দেব আরটিভি নিউজকে জানান, রেলের জায়গা অবৈধ দখলের নিয়মিত অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি কুড়িগ্রাম সদরসহ অন্যান্য থানা পুলিশও এ কাজে সহায়তা করে।

এ সময় উচ্ছেদ হওয়া রেলের দুই পাশের বাসিন্দারা তাদের নিজ নিজ স্থাপনা ও সরঞ্জাম সরিয়ে নেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পূর্বঘোষিত বিজ্ঞপ্তি মোতাবেক রেল সংশ্লিষ্টদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ইতোপূর্বে নোটিশ প্রদানসহ মাইকিং করে জানিয়ে দেয়া হয়।

বুধবার দিনব্যাপী এ অভিযান অব্যাহত থাকলেও রেলের উভয় দিকেরে সাধারণ মানুষকে তাদের নিজস্ব মালামাল সরিয়ে নেওয়ার সময় দিয়েও উচ্ছেদ কার্যক্রম চলমান থাকে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন: কুড়িগ্রামের করোনামুক্ত ২৪ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
কুড়িগ্রাম যাচ্ছেন ভুটানের রাজা
চাঁদপুর লঞ্চঘাটে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
X
Fresh