• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রবৃদ্ধি ২.৫ শতাংশ, দারিদ্র্যের হার বেড়ে ৩৫ শতাংশ: সিপিডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০২০, ২০:২৭
Growth 2.5 percent, poverty rate rises to 35 percent: CPD
ছবি সংগৃহীত

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)জানিয়েছে, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২.৫ শতাংশের বেশি হবে না।কম প্রবৃদ্ধির সঙ্গে একই সময়ে দেশে দারিদ্র্যের হার বেড়ে হবে ৩৫ শতাংশ।

সিপিডি বলেছে, দেশে আর সাধারণ ছুটি ঘোষণা করা হবে না ধরে অর্থনৈতিক প্রবণতার ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিয়ে প্রক্ষেপণে এই প্রবৃদ্ধির হিসাব করা হয়েছে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিল বাংলাদেশে। গত অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়ায় ৮ দশমিক ১৫ যা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। অপরদিকে, করোনা মোকাবিলায় সরকার সাধারণ ছুটি ঘোষণার পর বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে যাওয়ার কথা জানিয়েছিল। তার মধ্যে আইএমএফ সর্বোচ্চ ৩ দশমিক ৮ শতাংশ এবং ইআইইউ সর্বনিম্ন ১ দশমিক ৬ শতাংশের কথা জানায়।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দারিদ্র্যবিমোচনে জাকাত বোর্ডকে শক্তিশালী করার আহ্বান ধর্মমন্ত্রীর
গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন রাখার দাবি
নিরাপত্তা, দারিদ্র্যের কারণে বেড়েই চলেছে বাল্যবিবাহ
‘ইউনূসের ক্ষুদ্র ঋণে দারিদ্র্যের দুষ্ট চক্রে আটকে গেছে প্রান্তিক জীবন’
X
Fresh