• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাড়ি যেতে ফেরিঘাটে যারা অবস্থান করছেন ফিরে আসুন: আইজিপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০২০, ১৫:০৯
Dr. Benazir Ahmed
ড. বেনজীর আহমেদ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে দেশের জনসাধারণের সহযোগিতা কামনা করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার (১৯ মে) আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও করোনা মহামারি নিয়ে আইনশৃংঙ্খলা বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন।

আইজিপি বলেন, দেশের এই দুর্যোগ মোকাবিলায় জনগণের সহযোগিতা দরকার। এটি দেশের সামনে বড় চ্যালেঞ্জ। সেজন্যেই জনগণের সহযোগিতা চাই। প্রতিবার ঈদ আনন্দ বয়ে আনলেও এবার প্রেক্ষপট ভিন্ন। মানুষের বাঁচার প্রয়োজনেই কেউ ঈদের দিন আনন্দ ফুর্তি করতে বাড়ি থেকে বের হবেন না। এটি সবার প্রতি আহ্বান।

বেনজীর আহমেদ আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা দেশের বাড়ি যাবার জন্য ফেরিঘাটে অবস্থান করছেন তারা ফিরে আসুন। দরকার হলে পুলিশ আপনাদের সহযোগিতা দেবে। দয়া করে আপনি যেখানে আছেন সেখানে অবস্থান করেন।

আইজিপি বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যারা গুজবের মতো অপরাধমূলক কাজ করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। কিছু লোকের অপতৎপরতায় সোশ্যাল মিডিয়া দূষিত হয়ে গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh