• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:৩০
বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে গত বছরের চেয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫ তম। গত বছর যা ছিল ১৩৬ তম।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও খ্যাতনামা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, দেশের আর্থসামাজিক খাতে বাংলাদেশের অগ্রগতি হলেও আয়বৈষম্য বেড়েছে প্রকটভাবে, যা উন্নয়নের ক্ষেত্রে বাধা।

বৈষম্য বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে তারা বলেন, অর্থনীতির সুযোগ-সুবিধা মুষ্টিমেয় শ্রেণির নিয়ন্ত্রণে চলে গেছে।

তারা বলেন, ভিআইপি সংস্কৃতির আতঙ্ক তৈরি হয়েছে। প্রভাবশালীরা নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করছেন। এসব কারণে বিত্তশালীদের সম্পদ আরও বাড়ছে। আর গরিবের আয় কমে যাচ্ছে। মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুণগতমান নিশ্চিত ও স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ আফগানিস্তান, নেপাল ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও শ্রীলংকা, ভারত ও মালদ্বীপের চেয়ে পিছিয়ে আছে।

বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে এবারও নরওয়ে এক নম্বর অবস্থানে। দ্বিতীয় অবস্থানে সুইজারল্যান্ড। আর তলানিতে রয়েছে মধ্য আফ্রিকার নাইজার ও বুরুন্ডি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh