• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নভেম্বরের শেষে খুলতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার: প্রবাসী কল্যাণমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ নভেম্বর ২০১৯, ১৯:১৮
নভেম্বরের শেষে খুলতে পারে মালয়েশিয়ার শ্রম বাজার প্রবাসী কল্যাণমন্ত্রী
ফাইল ছবি

মালয়েশিয়ার শ্রমবাজার আগামী ২৫ নভেম্বরের পর খুলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে সেখানকার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের বৈঠক করেন ইমরান আহমেদ। বৈঠকে উভয় দেশ মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার সম্ভব দ্রুত সময়ে খোলার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছে।

মন্ত্রী বলেন, ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিড়ম্বনা নিরসনে বাংলাদেশ থেকে বহির্গমনের পূর্বে মাত্র একবার স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়ে উভয়পক্ষ একমত হন।

ইমরান আহমদ বলেন, এখন আমরা রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়াব। এক্ষেত্রে যৌথ ঘোষণা অনুযায়ী, মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলোর সংস্থা কর্মী নেওয়ার বিষয়ে আমাদের রিক্রুটিং এজেন্সির কাছে চাহিদা দেবে। এরপর কর্মী যাবে। এখন আমার টার্গেট হচ্ছে, স্বল্প খরচে বিদেশের শ্রমবাজারে কর্মী পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা। যাতে দেশ এগিয়ে যেতে পারে।

আরো পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কর্মী নিয়োগে বাংলাদেশিদের সুখবর দিলো মালয়েশিয়া
মালয়েশিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালন
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
X
Fresh