• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ফণীর আঘাতে দেশে চারজন নিহত: ত্রাণ সচিব

অনলাইন ডেস্ক
  ০৪ মে ২০১৯, ১৫:১৭

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে দেশে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৩ জন। বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।

শনিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ঘূর্ণিঝড় ফণীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।

তবে দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো আরটিভি অনলাইনের প্রতিনিধিদের সংবাদে জানা যায়, ফণীর কারণে এখন পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছেন।