• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উত্তরায় সড়ক অবরোধ করে তাবলিগ জামাতের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০৩
উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা, ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মঙ্গলবার বেলা ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা। এতে সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গত শনিবার তাবলিগ জামাতের দুপক্ষের হামলায় এক মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন জোবায়ের সমর্থকরা। এ সময় তারা তাবলিগ জামাতের আরেক পক্ষ সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ওই দিনের হামলা ও এক মুসল্লির মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এদিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লি নিহত হন। এ ছাড়া বিমানবন্দর গোলচত্বরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় দুই শতাধিক মুসল্লি আহত হন।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতনের দাবিতে পাকিস্তানে শিক্ষকদের বিক্ষোভ
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, থমথমে পরিবেশ
অবন্তিকার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, বিচারের দাবিতে বিক্ষোভ 
X
Fresh