আরটিভি অনলাইন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ১১:৪৭
আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৩৮
আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৩৮
মানবতাবিরোধী অপরাধে রাজশাহীর মুসার ফাঁসির রায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত রাজশাহীর পুঠিয়ার মো. আব্দুস সামাদ মুসা ওরফে ফিরোজ খাঁ (ফাইল ছবি)
আরও পড়ুন : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
--------------------------------------------------------------------- উল্লেখ্য, ২০১৬ সালের ১১ ডিসেম্বর মামলাটির তদন্ত শুরু হয়। তখন এ মামলায় আসামি করা হয়েছিল ছয়জনকে। কিন্তু তদন্ত চলার সময়ই বাকি পাঁচ আসামির মৃত্যু হয়। বাকি থাকেন একমাত্র আসামি মো. আব্দুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁ। তদন্ত চলার সময় নাশকতা মামলায় গ্রেপ্তার হন তিনি। পরে ২০১৭ সালের ২৪ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পি