• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জেকেজির মামলা হস্তান্তর, ডিবি কার্যালয়ে ডা. সাবরিনা

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১২:২৪
JKG case handed over, said DB office. Sabrina
ডা. সাবরিনা চৌধুরীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেকেজির বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া ডা. সাবরিনা চৌধুরীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

তিনি বলেন, মামলাটির অধিক তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাই ডা. সাবরিনাকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

জেকেজি হেলথকেয়ারের করোনা পরীক্ষা নিয়ে বিভিন্ন অনিয়ম-প্রতারণার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জেকেজি হেলথকেয়ারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গ্রেপ্তার হন। তাতে জেকেজি হেলথকেয়ারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বেরিয়ে আসে। গত রোববার জিজ্ঞাসাবাদ শেষে ডা. সাবরিনাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাকে চাকরি থেকে বরখাস্ত করে। গতকাল সোমবার চারদিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে তোলা হলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
ডিবি কার্যালয়ে এসে যা জানালেন জবির সেই দুই শিক্ষক
হঠাৎ ডিবি কার্যালয়ে নিপুণ
বইমেলা থেকে বিতাড়িত হয়ে ডিবিতে হিরো আলম
X
Fresh