• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্য অধিদপ্তরের ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সুপারিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৭

স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী ২৩ কর্মকর্তাকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপরিশ করে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

আজ (বুধবার) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে বিশেষ বাহকের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে দুর্নীতি করে আসছেন। জরুরি ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও বদলি করা দরকার।

কমিশনের পক্ষ থেকে বা হয়, তাদের বিরুদ্ধে দুদকে বহু অভিযোগ জমা হয়েছে। কমিশনের গোয়েন্দা ইউনিট সেসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে।