• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা সভাপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৯, ১৩:২৮
fifa president
ছবি- বাফুফে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীকে ফিফার জার্সি উপহার দেন ইনফান্তিনো। অন্যদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রদান করেন শেখ হাসিনা। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভারত অধিনায়ককে নিয়ে পোস্ট দিয়েই উধাও জামালের ফেসবুক!
---------------------------------------------------------------------

এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুশের্দী, ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ ফিফা ও বাফুফের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মতিঝিলের বাফুফে ভবন পরিদর্শন করেন ফিফা প্রধান। এসময় ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে একদিনের সফরে ঢাকায় পৌঁছান ফিফা সভাপতি। এ সময় প্রথমবারের মতো ঢাকায় আসতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
X
Fresh