কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ , ০১:২০ পিএম


রুনা লায়লা
রুনা লায়লা

সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি সুরকার ও গায়িকা রুনা লায়লার জন্মদিন আজ (১৭ নভেম্বর)। ১৯৫২ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন এই সংগীতশিল্পী। জীবনের ৭০ বসন্ত পেরিয়ে ৭১-এ পা রাখলেন তিনি।

বিজ্ঞাপন

তবে চলতি বছর জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই রুনা লায়লার। বর্তমানে স্বামী চিত্রনায়ক আলমগীরের সঙ্গে কলকাতায় আছেন তিনি। এবার দেশে থাকবেন না বিধায় ১০ নভেম্বর রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় আগেই উদযাপন করা হয় সুরেলা কণ্ঠী এই গায়িকার জন্মদিন। ওই দিন সেখানে বর্তমান প্রজন্মের গায়ক-গায়িকা থেকে শুরু করে অভিনেতা, উপস্থাপকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

রুনা লায়লা

বিজ্ঞাপন

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, জন্মদিন উদযাপন নয়, নিজেদের মতো করে সময় কাটাতেই কলকাতায় এসেছি। তবে জন্মদিন এলে বেশ ভালো লাগে। সবাই বিশেষ এই দিনটিতে আমাকে মনে করেন। বিশেষ করে নেটমাধ্যম ফেসবুকে খুব সুন্দর করে গুছিয়ে নানান কথা লিখে আমাকে শুভেচ্ছা জানায়। সেসব কথা আমি মন দিয়ে পড়ি। নিজের সম্পর্কে অবগত হই আমি। এখনও অনেকে নতুন নতুন গানের জন্য অনুরোধ করেন। এটাও ভালো লাগার।     

গায়িকা আরও বলেন, জন্মদিন এলে আব্বা-আম্মার, আমার বোন দীনা লায়লার কথা খুব মনে পড়ে। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।   

রুনা লায়লা

বিজ্ঞাপন

১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা। যার গানে এখনও বুঁদ হয়ে থাকেন আঠারো থেকে আশি। তিনি গায়িকার পাশাপাশি সুরকারও। 

বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রুনা লায়লা একাধারে বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি,  মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন। 

রুনা লায়লা

রুনা লায়লা প্রথম সুর করেন আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। এই সিনেমাতে ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানটির সুর করে এবং গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা ও আঁখি আলমগীর। 

স্বাধীনতা দিবস পুরস্কার, ৭ বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার - আজীবন সম্মাননা, জয়া আলোকিত নারী সম্মাননা, দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড জীবনের জয়গান- আজীবন সম্মাননা, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন। 

রুনা লায়লা, আঁখি আলমগীর ও তার বাবা চিত্রনায়ক আলমগীর

ভারতের সায়গল পুরস্কার, সংগীত মহাসম্মান পুরস্কার, তুমি অনন্যা সম্মাননা, দাদা সাহেব ফালকে সম্মাননা, আজীবন সম্মাননা- টেলিসিনে অ্যাওয়ার্ড অর্জন করেছেন। 

এ ছাড়া পাকিস্তানের নিগার পুরস্কার, ক্রিটিক্স পুরস্কার, ২ বার গ্র্যাজুয়েট পুরস্কার, জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক পেয়েছেন রুনা লায়লা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission