আদালতে পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুলাই ২০২৩ , ০১:২৭ পিএম


পরীমণি
পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।  

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদালত প্রাঙ্গণে উপস্থিত হন এই অভিনেত্রী। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকা আদালতে এ দিন তিনি সাক্ষ্য দেবেন তিনি। সাক্ষ্য দেওয়ার জন্য দিনটি আগে থেকেই ধার্য করা ছিল।  

এ দিকে মামলার তিন আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমও আদালতে হাজির হয়েছেন।  

বিজ্ঞাপন

এর আগে, ২০২২ সালের ১৯ এপ্রিল নাসির ও অমির পক্ষে এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ।

সাক্ষ্য দিতে আদালতে পরীমণি

এ দিকে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এরপর একই বছরের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।   

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। পরে তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। 

এরপর গেল বছরের ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন।  

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন রাতে রাজধানীর বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে অভিনেত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন পরীমণি। পরে ১৪ জুন এ ঘটনায় নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন এই চিত্রনায়িকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission