• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাবা হলেন ইমরুলও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৬

খুলনায় খেলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত লাল ও সবুজ দলের চারদিনের প্রস্তুতি ম্যাচ। গত সপ্তাহে ওই ম্যাচ চলাকালীন ডাক আসে আরব আমিরাত থেকে ইনজুরিতে আক্রান্ত জাতীয় দলের হাল ধরতে ছুঁটে যান দেশ ছেড়ে। খুলনা থেকে ঢাকায় দীর্ঘ বাসের যাত্রা শেষে আবারও বিমান ধরে অবতরণ করেন মরুর বুকে। দীর্ঘ ধকলের পর সুযোগ মিলেছিল আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরের ডু অর ডাই ম্যাচে নেমেই ইমরুল কায়েস সাগর খেললেন অসাধারণ এক ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে বিশাল জুটির পর বোলারদের দাপটের কারণে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ফাইনালে গিয়ে শেষ বল পর্যন্ত লড়াই। ভারতের কাছে হারলেও লক্ষ-কোটি সমর্থকদের মন জয় করে নিয়েছে বাংলাদেশ দল।

শনিবার রাতে দেশে ফিরেছেন স্টিভ রোডসের শিষ্যরা। শিরোপা জয় না করতে পারলেও আজ রোববার সকালে সুসংবাদ পেয়েছেন ইমরুল। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন বাম-হাতি এই ব্যাটসম্যানের স্ত্রী রুবাইয়া ইসলাম।

স্ত্রী ও সন্তানকে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।

এর আগে গতকাল রাতে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও ছেলে সন্তানের বাবা হয়েছেন।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনের নতুন লক্ষ্য
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন ইমরুল কায়েস
X
Fresh