• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মান দলে সানে, বাদ পড়লেন খেদিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ আগস্ট ২০১৮, ১২:৩৬
জার্মানির ট্রেনিংয়ে সামি খেদিরা, লেরয় সানে ও মেসুত ওজিল। (ফাইল ছবি)

গেলো মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ ম্যাচে ১৪টি গোল করেছিলেন লেরয় সানে। গোল করিয়েছিলেন মোট ১৯টি। দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারের সুযোগ হয়নি জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে। এতে বেশ কড়াকড়ি সমালোচনায় পড়তে হয়েছিল জার্মান কোচ জোয়াকিম লো’র। রাশিয়ায় প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর গণমাধ্যমগুলো বারবার মনে করিয়ে দেয় সানেকে দল থেকে বাদ দেয়ার বিষয়টি। হতাশাজনক পারফরম্যান্সের পর সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। দুটি আন্তর্জাতিক ম্যাচকে রেখে দল ঘোষণা করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। এতে সুযোগ মিলেছে ২২ বছর বয়সী ম্যানসিটি তারকার।

জার্মান কোচ বলেন, আমি সানের সঙ্গে সেদিন (বিশ্বকাপ দল ঘোষণার দিন) কথা বলেছিলেন। সেসময় তাকে জানিয়েছিলেন বিশ্বকাপের পরেই জাতীয় দলে তার নতুন যাত্রা শুরু হবে। এরই ধারাবাহিকতায় ফিরেছেন তিনি।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ঘোষণা করা এই স্কোয়াডে সানে জায়গা করে নিলেও বাদ পড়েছেন জুভেন্টাস মিডফিল্ডার সামি খেদিরা।

যদিও লো জানিয়েছেন, ৩১ বছর বয়সী এই তারকার জাতীয় দলের হয়ে খেলা এখনও শেষ হয়ে যায়নি।