• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জ্যামাইকার বিপক্ষে গেইল-রিয়াদের হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৮, ১০:২৪

মাহমুদুল্লাহ রিয়াদের সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বড় জয় পেয়েছে আন্দ্রে রাসেলের জ্যামাইকা তালাওয়াস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসরের এই ম্যাচে ৪৭ রানে হারতে হয়েছে ক্রিস গেইল নেতৃত্বাধীন দলটিকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কিংস্টনে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। দলকে দারুণ সূচনা এনে দেন কারনার লুইস ও গ্লেন ফিলিপস। দুই ওপেনারের ৬৪ রানের জুটি ভাঙে ২৪ বলে ৪৯ রানে লুইসের বিদায়ে।

বিধ্বংসী লুইসকে ফেরান নেপালের তরুণ তুর্কি সন্দীপ লামিচানে। ওই ওভারের পরের বলেই ফিরে যান আন্দ্রে ম্যাককাথ্রি। চতুর্থ উইকেট জুটিতে কিউই তারকা রস টেইলরের সঙ্গে ৪২ রানের জুটি করেন ফিলিপস। ৩৮ বলে ৪২ রানে ফিলিপস বিদায় নিলেও ৩৫ বলে ৫১ রান করে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন টেইলর।
-------------------------------------------------------
আরও পড়ুন : রোনালদো ছাড়া রিয়ালকে পাত্তাই দিলো না অ্যাটলেটিকো
-------------------------------------------------------

এছাড়া রভমান পাওয়েলের ১৮ ও রাসেলের ১০ রানে ভর করে ১৭৮ রান সংগ্রহ করে জ্যামাইকানরা। বল হাতে এদিনও সেন্ট কিটসের লামিচানে ছিলেন দুরন্ত। ৪ ওভারে এই স্পিন বিস্ময় মাত্র ২১ রান খরচ করে ২ উইকেট শিকার করে।

১৭৯ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই সাজঘরে ফিরেন এভিন লুইস। আরেক ওপেনার গেইলও এদিন খোলশ ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। থমাস, ডেভিচিচ, কুপাররা ছিল আশা যাওয়ার মিছিলে।
এদিন সেন্ট কিটসের বিপদের বন্ধু হয়ে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু সঙ্গিদের ব্যর্থতার দিনে রিয়াদ শুধু ব্যবধানেই কমিয়েছেন মাত্র।

রিয়াদের ঝড়ো ১৫ বলে ২২ রানের ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছক্কা। দলের সর্বোচ্চ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন টাইগার অলরাউন্ডার। শেষ পর্যন্ত তার দল ১৩১ রানে থামতে হয় দলকে।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
X
Fresh