• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোনালদো ছাড়া রিয়ালকে পাত্তাই দিলো না অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৮, ০৯:২৬

দলের ইতিহাসের সবচেয়ে সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমে হতাশ করেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ হুলেন লোপেতেগুই অধীনে উয়েফা সুপার কাপের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। নগরপ্রতিদ্বন্দ্বিরা ৪-২ গোলে শিরোপা নিজেদের করে নিয়েছে।

বুধবার এস্তোনিয়ায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে আথলেটিকোর হয়ে দুটি গোল করেছেন ডিয়েগো কস্তা (১, ৭৯)। একটি করে গোল করেন সাউল নিগুয়েজ (৯৮) ও কোকে (১০৮)। অন্যদিকে রিয়ালের হয়ে একটি করে গোল দেন করিম বেনজামা (২৭) ও সার্জিও রামোস (৬৩)।
-------------------------------------------------------
আরও পড়ুন : টিভিতে আজকের খেলার আয়োজন
-------------------------------------------------------

উয়েফা সুপার কাপের লড়াই অনুষ্ঠিত হয় মূলত দুটি চ্যাম্পিয়ন দলের মাঝে। একদিকে থাকে চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী দল এবং অন্য পক্ষে থাকে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা।

টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয়ের পথে ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারায় রিয়াল। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলেও ইউরোপার ফাইনালে মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতে নেয় অ্যাটলেটিকো।

আরও পড়ুন :