• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের লা লিগার ফ্যানদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৮, ১৪:০৫

আগামী শুক্রবার শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল প্রতিযোগিতাটি দর্শকরা ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন। রয়টার্স জানিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের ফুটবল প্রেমীরা স্প্যানিশ লিগের আগামী তিন আসর সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন।

লা লিগার ডিজিটাল স্ট্রাটেজি বিভাগের প্রধান আলফ্রেডো বেরমেজো বলেন, ভারতীয় উপমহাদেশর মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে বিনামূল্যে সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়ে আমারা আনন্দিত।

উপমহাদেশে প্রায় ৩৪৮ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। লা লিগার সোশ্যাল মিডিয়ার পেজগুলোর সঙ্গে গত বছরে ২.২ মিলিয়ন ব্যবহারকারী সংযুক্ত হয়েছেন।

ইউরোপের অন্যতম প্রভাবশালী লিগটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মৌসুমে মোট ৩৮০টি ম্যাচ রয়েছে। যার প্রতিটিই প্রচার করা হবে ফেসবুকের মাধ্যমে।

লা লিগার ভারতের কান্ট্রি ম্যানেজার হোসে অ্যান্টোনিও চাহাজা বলেছেন, খেলাগুলো সম্প্রচারের মাধ্যমে আমরা নতুন অধ্যায়ের সূচনা করবো। ধীরে ধীরে আমরা বিশ্বের অন্যান্য অঞ্চলগুলোতেও সম্প্রচার শুরু করবো।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh